**গাজায় ইসরায়েলি হামলায় এক মাসে ২০ সহায়তাকর্মী নিহত**
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক মাসে অন্তত ২০ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে জড়িত বিভিন্ন দাতব্য সংস্থা এই তথ্য দিয়েছে। তারা জানায়, নিহত সহায়তাকর্মীরা নিজেদের বাড়িতে এবং শরণার্থী শিবিরে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। অনেকেই হামলায় তাদের পরিবার বা কাছের মানুষকে হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ২০ সহায়তাকর্মীর মধ্যে চারজন অক্সফামের একটি অংশীদার প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং কর্মী ছিলেন। ১৯ অক্টোবর তারা গাজার খান ইউনিস এলাকার পূর্বাঞ্চলে পানি অবকাঠামো মেরামত করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হন।
গত বছর অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া সর্বাত্মক যুদ্ধের পর, সেখানে সহায়তাকর্মীদের ওপর হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। গত এক বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি সহায়তাকর্মী নিহত হয়েছেন, যা বিশ্বের কোনো একক সংঘাতে নিহত সহায়তাকর্মীর সর্বোচ্চ সংখ্যা।