দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫৯

খাতা পুনঃমূল্যায়ন করে ১৩৭ জন পাস, নতুন জিপিএ-৫ পেলেন ২০০ জন।

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই ফল প্রকাশ করা হয়।প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন শিক্ষার্থী, এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। এছাড়া, ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডের প্রায় ৫৯ হাজার ৩৮২ জন শিক্ষার্থী এক লাখ ৮০ হাজার ৬০টি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে বিভিন্ন গ্রেডে মোট ১ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।

 

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছিলেন, যা গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলেছিল। এর পরই আজ (বৃহস্পতিবার) পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলো।

 

পুনর্নিরীক্ষণের জন্য যেসব বিষয় দেখা হয়:

বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক যাচাই করা হয়। এগুলো হলো: ১. উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কিনা, ২. প্রাপ্ত নম্বর গণনা ঠিকভাবে হয়েছে কিনা, ৩. প্রাপ্ত নম্বর ওএমআর শিটে স্থানান্তরিত হয়েছে কিনা, এবং ৪. প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত সঠিকভাবে ভরাট করা হয়েছে কিনা।

 

এই সব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষণের ফলাফল দেয়া হয়। তবে, পরীক্ষক যে নম্বর দিয়েছেন, তা পরিবর্তনের সুযোগ নেই। যেমন, পরীক্ষক কোনো প্রশ্নে ৬ নম্বর দিয়েছেন, যদি তা ভুলবশত ৩ নম্বর হিসেবে গণনা হয়ে থাকে, তবে ওই ভুল সংশোধন করা হয়। তবে, ৬ নম্বরের স্থলে ৮ নম্বর দেয়া সম্ভব নয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট