দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০৫

মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পোষ্য কোটা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই প্রয়োজনীয় তার সঠিক প্রয়োগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটা বাতিল করা হলেও মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার কোটা বহাল রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার জন্য ৫ শতাংশ এবং বিতর্কিত পোষ্য কোটায় ৩ শতাংশ আসন বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কোনো কোটা পূর্ণ না হলে ওই আসনগুলো শূন্য থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে। বর্তমানে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের জন্য গঠিত কমিটি কিছু প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যাকে বিবেচনা করা হবে, এবং কোটা প্রতি বিভাগ বা ইনস্টিটিউটের আসন সংখ্যার ৫ শতাংশের বেশি হবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার আসন সংখ্যা ৬১ জন, তবে কোনো বিভাগে ২ জনের বেশি নয়। শারীরিক প্রতিবন্ধী কোটায় ২ শতাংশের বেশি আসন বরাদ্দ হবে না।

 

এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যার কোটা প্রতি বিভাগে ৩ শতাংশের বেশি হবে না, এবং খেলোয়াড় কোটায় বিগত দুই বছরে জাতীয় দলের সদস্য খেলোয়াড়রা বিবেচিত হবেন, তবে কোনো বিভাগে ১ জনের বেশি নয়।

 

বিকেএসপি কোটায় পূর্বের নিয়ম বহাল থাকবে, যার আওতায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নির্ধারিত আসন সংখ্যার ১০ শতাংশের বেশি বরাদ্দ হবে না। সব প্রকার কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর শিথিলযোগ্য হবে না। সংশ্লিষ্ট কোটা পূর্ণ না হলে ওই আসন শূন্য থাকবে।

 

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে। ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা দিয়ে শুরু হবে, ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট