দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৫

মেট্রোরেলে চাকরির সুযোগ: ২০২ পদে নিয়োগ দেওয়া হবে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির ১৬তম গ্রেডের মোট ২০২ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

১. **পদের নাম**: টিকিট মেশিন অপারেটর

**পদসংখ্যা**: ১৩৯

**যোগ্যতা**: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩। কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ ও প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ মুদ্রাক্ষরের দক্ষতা থাকতে হবে।

**বেতন গ্রেড**: ১৬

 

২. **পদের নাম**: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

**পদসংখ্যা**: ১৩৯

**যোগ্যতা**: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩। কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ ও প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ মুদ্রাক্ষরের দক্ষতা থাকতে হবে।

**বেতন গ্রেড**: ১৬

 

**আবেদন প্রক্রিয়া**:

আগ্রহী প্রার্থীরা ডিএমটিসিএলের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য [এখানে](#) পাওয়া যাবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্টও করতে হবে।

 

**আবেদন ফি**:

১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

 

**আবেদনপত্র পাঠানোর ঠিকানা**:

ব্যবস্থাপনা পরিচালক,

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,

প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪,

৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড,

ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০

 

**আবেদনের শেষ সময়**: ৪ সেপ্টেম্বর ২০২৪

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট