মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পরিচালকের অনুপস্থিতিতে কলেজশিক্ষকদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদনের কার্যক্রম পুনরায় চালু রাখতে সহকারী পরিচালক আলমাছ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে, আবেদনের সময়সীমা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাউশির এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার মাউশির সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) যুগ্ম প্রকল্প পরিচালক অধ্যাপক সামসুন নাহারের সই করা এক আদেশে বলা হয়, “এমপিও কার্যক্রম সচল রাখার জন্য পরিচালক ও উপপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আলমাছ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। একই সঙ্গে, রাজশাহী অঞ্চলের এমপিও কার্যক্রমের মেয়াদ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।”
বর্তমানে মাউশির রাজশাহী কার্যালয়ে কোনো পরিচালক নেই, যার কারণে এমপিও আবেদনের শেষ তারিখ ছিল মঙ্গলবার। এমপিও আবেদন প্রক্রিয়া সচল রাখতে এবং পরিচালক নিয়োগের দাবিতে গত সোমবার শিক্ষকেরা রাজশাহী কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘রাজশাহীতে মাউশির পরিচালক পদ ফাঁকা, এমপিওতে আবেদনের জন্য শিক্ষকদের অবস্থান কর্মসূচি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনের মুখে মাউশির রাজশাহী কার্যালয়ের পরিচালক বদলি হন এবং তিনি ২৯ অক্টোবর তার বদলি আদেশ পাওয়ার পর ৫ নভেম্বর রিলিজ নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।