দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৬

মনোজ মিত্র আর নেই

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। আজ সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই কিংবদন্তী অভিনেতা। মনোজ মিত্রের জন্ম বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে। ১২ বছর বয়সে ১৯৫০ সালে তিনি কলকাতায় চলে আসেন, যেখানে তার বাবা অশোক কুমার মিত্র ভারতের ঢাকা দূতাবাসে চাকরি করতেন। ১৯৫৭ সালে কলকাতার নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন তিনি এবং ১৯৭৯ সালে সিনেমায় পা রাখেন।

 

তিনি সংগীত নাটক একাডেমি পদকসহ অনেক পুরস্কারে সম্মানিত হন এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। ১৯৭২ সালে ‘চাকভাঙা মধু’ নাটক দিয়ে পর্দায় আসেন মনোজ মিত্র, যার নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী।

 

এছাড়া মঞ্চনাটক, যাত্রা এবং আকাশবাণীর নাটকেও তার উপস্থিতি ছিলো অসাধারণ। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সটিটিউটে ভর্তি হন, যেখানে চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না এবং রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও ৮৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। ‘বাঞ্ছারামার বাগান’ এবং ‘আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত এই শিল্পীর মৃত্যু বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট