দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২২

এলপি গ্যাসের দাম বেড়ে গেল

এলপি গ্যাসের সিলিন্ডার

চলতি মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বেড়ে ১ হাজার ৩৭৭ টাকা থেকে ১ হাজার ৪২১ টাকা হয়েছে।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দর ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। পূর্ববর্তী মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম তিন টাকা বেড়ে ১ হাজার ৩৬৬ টাকা হয়েছিল।

ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৪ টাকা ৬২ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমাসের ২ তারিখে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট