দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ায় রবি-এয়ারটেলের এসএমএস গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছে কর্তৃপক্ষ। এজন্য ভর্তিচ্ছুদের অন্য অপারেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়ায় রবি ও এয়ারটেল থেকে এসএমএস পেতে সমস্যা হচ্ছে। এজন্য অন্য মোবাইল অপারেটর ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রবি ও এয়ারটেলের কারিগরি সমস্যার কারণে এসএমএস বিশ্ববিদ্যালয়ে পৌঁছাচ্ছে না। এটি সাময়িক সমস্যা; সমাধান হলে রবি বা এয়ারটেল পুনরায় ব্যবহার করা যাবে। আপাতত অন্য অপারেটর থেকে এসএমএস পাঠাতে অনুরোধ করা হচ্ছে।”

 

গত ৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কয়েকটি ধাপে আবেদন প্রক্রিয়া সাজিয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন করে বিস্তারিত তথ্য, ছবি, মুঠোফোন নম্বর, পাসওয়ার্ড ও কোটা সম্পর্কিত তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি টেলিটক, বাংলালিংক, রবি বা এয়ারটেলের মাধ্যমে এসএমএস করেও পরিশোধ করা যাবে।

 

আবেদন ফি ১০৫০ টাকা এবং আইবিএ ইউনিটের জন্য ১৫০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকসহ মোবাইল ব্যাংকিং ও অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ডেও ফি জমা দেওয়া যাবে। আবেদন ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে, এবং ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

 

ভর্তি পরীক্ষার সময়সূচি:

 

১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি

২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি

৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি

৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি

৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি

 

প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে, আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে। পরীক্ষার বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা আছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট