দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৩

“প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়া একটি আকর্ষণীয় বিষয়”

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, “এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা, কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসার কথা ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়া বেশ লোভনীয়, যেখানে না বলাটা মুশকিল। আমি আশা করি, যে কয়দিন কাজ করবো, কিছু পরিবর্তন আনতে পারব। যদি সেটা করতে পারি, তবে মনে করবো, যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা সফল হয়েছে।”

 

সবশেষে ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “যদি আমি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি তা খুশি মনে গ্রহণ করব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট