দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৫

জাবিতে অধ্যাপক বশিরকে ডিন পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদকে সমাজবিজ্ঞান অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তার স্থলে বিএনপিপন্থী শিক্ষক, সরকার ও রাজনীতি বিষয়ের অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত হয়।

 

এ বিষয়ে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এজন্য অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ৮ (২) ধারার আওতায় অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে অধ্যাপক শামসুল আলমের স্থলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক বশির আহমেদের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছিল শিক্ষার্থীরা। এর পর, ৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং তার অপসারণের দাবি জানায় বিভিন্ন আন্দোলন মঞ্চে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট