দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৭

সকাল বেলা খালি পেটে কালোজিরা খাওয়ার উপকারিতা কী হতে পারে?

খালি পেটে কালোজিরা খাওয়া অনেক স্বাস্থ্য উপকারে আসে। এক গবেষণায় দেখা গেছে, সকালে কালোজিরা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কারণ এটি হজমকারী এনজাইমের উৎপাদন বাড়ায় এবং পেটের ফোলাভাব ও গ্যাস কমাতে সাহায্য করে। এছাড়া এটি পুষ্টির শোষণেও সাহায্য করতে পারে।

 

**ডায়াবেটিস প্রতিরোধে**

কালোজিরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগের প্রতিরোধে কার্যকরী। কালোজিরার তেলে রয়েছে পুষ্টি উপাদান যা প্রতিদিন সকালে এক চা চামচ তেলের সঙ্গে কালোজিরা মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

 

**মাথাব্যথা কমাতে**

মাথাব্যথা হলে কপাল, চিবুক এবং কানের আশেপাশে কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।

 

**ডায়েটের জন্য উপকারী**

রুটির সঙ্গে কালোজিরা খেলে ডায়েটে ভালো ফল পাওয়া যায়। এছাড়া মধু ও পানির সঙ্গে কালোজিরা খাওয়া অথবা ওটমিল ও টক দইয়ের সঙ্গে কালোজিরা খেলে আরও বেশি উপকার মেলে।

 

**বিভিন্ন ব্যথা ও মুখের দাগ দূর করে**

লেবুর রস ও কালোজিরা তেল মিশিয়ে মুখে লাগালে ব্রণ ও দাগ দূর হয়। এছাড়া হাঁটু ও জয়েন্টের ব্যথা কমাতে কালোজিরা তেল মিশিয়ে ম্যাসাজ করা যায়।

 

**সর্দি-কাশি কমাতে**

কালোজিরা তেলের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি-কাশি কমে যায়। লাল চায়ের সঙ্গে কালোজিরা তেল মিশিয়ে খেলে তাও উপকারী।

 

**হাঁপানি বা শ্বাসকষ্টের চিকিৎসায়**

কালোজিরা নিয়মিত খেলে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা কমে যায়।

 

**চোখের ব্যথা কমাতে**

রাতে চোখের আশেপাশে কালোজিরা তেল মালিশ করলে চোখের ব্যথা কমে। গাজরের রসের সঙ্গে কালোজিরা তেল খেলে চোখের স্বাস্থ্যের উন্নতি হয়।

 

**চুলের স্বাস্থ্য ভালো রাখতে**

কালোজিরার তেল চুলের কোষ ও ফলিকলকে শক্তিশালী করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায়।

 

**অনিয়মিত মাসিক/স্রাবের সমস্যা**

কালোজিরার তেল সেবন করলে অনিয়মিত মাসিক বা স্রাবের সমস্যা দূর হয়।

 

**দাঁত ব্যথা কমাতে**

কালোজিরা দিয়ে কুলি করলে দাঁতের ব্যথা কমে এবং দাঁতের মাড়ি, জিহ্বা ও তালুর জীবাণু মরে যায়।

 

**ত্বকের তারুণ্য ধরে রাখে**

কালোজিরা ত্বকের প্রভা বাড়ায় এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বকের গঠন উন্নত করে এবং তারুণ্য ধরে রাখে।

 

**চর্মরোগ সারাতে**

চর্মরোগের আক্রান্ত স্থানে কালোজিরা তেল মালিশ করলে তা সারাতে সাহায্য করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট