যদি আপনার বয়স ৪০-এর ওপরে থাকে এবং সম্প্রতি লক্ষ্য করেন যে আগের চেয়ে বেশি হাঁপিয়ে যাচ্ছেন, শরীর ঘেমে যাচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। কখনো কখনো বুকের মাঝখানে বা পাশে ব্যথা অনুভূত হতে পারে, যার সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং বুক ধড়ফড় করা থাকে। এই ধরনের উপসর্গগুলি গ্যাস বা পানি পান করার পর সাময়িকভাবে কমে যায়, কিন্তু পরবর্তীতে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হতে থাকে।
অনেকেই এই উপসর্গগুলিকে গ্যাস বা পেটের সমস্যার জন্য দায়ী করে ওষুধ খেয়ে সেগুলি উপশম করতে চেষ্টা করেন। তবে কখনো কখনো ব্যথা বা অস্বস্তি সাময়িকভাবে বিশ্রাম নিলেই কমে যায়। এসব উপসর্গের মধ্যে হাতের অস্বস্তি বা ব্যথাও থাকতে পারে, কিন্তু সাধারণত বিশ্রাম, পানি পান, বা গ্যাসের ওষুধ খেলে তা শিগগিরই আরাম দেয়।
তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এসব উপসর্গকে **এনজিনা** বলা হয়। এটি হৃদপিণ্ডে রক্ত সরবরাহের অভাবের কারণে হয়ে থাকে, যখন শরীরের রক্তচাপ বাড়ে বা হৃৎপিণ্ড প্রয়োজনীয় রক্ত না পায়। সাধারণত কাজ থামালেই বা বিশ্রাম নিলে এই ব্যথা উপশম হয়ে যায়, কিন্তু এটি হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই যদি আপনার অবস্থার পুনরাবৃত্তি ঘটে এবং আপনি আগে থেকেই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, তবে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
এনজিনার উপসর্গগুলো গ্যাস বা পেটের সমস্যা নয়, বরং হৃদরোগের প্রথম সংকেত হতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত, যাতে বড় ধরনের হৃদরোগের ঝুঁকি কমানো যায়।