দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসিসহ ৩৯ জনের নামে মামলা শিক্ষার্থীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. জুনাইদুর রহমান এই মামলা করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

গত ১ জুলাই থেকে দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাইয়ের সংঘর্ষে ছয়জন নিহত হন, এবং ৫ আগস্ট পর্যন্ত মোট ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়, যা মোট মৃত্যুর সংখ্যা ৫৪২-এ নিয়ে যায়। ৭ আগস্ট পর্যন্ত এই সংখ্যা ৫৬৮-এ পৌঁছায়।

 

৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা পদত্যাগ করে পালিয়ে যান। শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা পরে ২১ জনে পরিণত হয়। এরপরে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ডজন ডজন মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একশটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট