দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩২

গবেষণা বলছে, কোন ধরনের পুরুষকে বিয়ে করলে আপনি সুখী হবেন

পুরুষের কোন বৈশিষ্ট্য সবচেয়ে আকর্ষণীয়? শারীরিক সৌন্দর্য বা আর্থিক স্থিতিশীলতা সাধারণ আকর্ষণের অংশ হলেও গবেষণা বলছে অন্য কথা। যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মনোবিদ গেভিন ভ্যান্সের নেতৃত্বে এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার অধিকারী, তাঁদের দাম্পত্য জীবন সুখী ও সফল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, তাঁরা সঠিক সঙ্গী বেছে নিতে পারেন এবং সম্পর্ককে আরও মজবুত করতে সক্ষম হন। তাই আবেগীয় বুদ্ধিমত্তার ভিত্তিতে আকৃষ্ট হওয়াটাই বুদ্ধিমানের কাজ।

 

বুদ্ধিমত্তা শুধু সামাজিক ও পেশাগত ক্ষেত্রেই নয়, রোমান্টিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ‘পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজ্যুয়াল ডিফারেন্সেস’ জার্নালে প্রকাশিত এ গবেষণায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী ২০২ জন পুরুষের ওপর জরিপ চালানো হয়, যেখানে তাঁদের বুদ্ধিমত্তা যাচাই করা হয়েছে মানসিক দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ, এবং দাম্পত্য সম্পর্কের সমস্যা সমাধানের ক্ষেত্রে। এখানে বুদ্ধিমান বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় কৃতিত্ব বা আর্থিক সাফল্যকেই বোঝানো হয়নি। বরং আবেগীয় বুদ্ধিমত্তা (ইকিউ) যেমন নৈতিকতা, যুক্তি, সম্পর্কের গভীরতা, আবেগীয় সমর্থন, ইতিবাচক মনোভাব, যোগাযোগ দক্ষতা, এবং সহানুভূতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

 

গবেষণায় দেখা গেছে, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষেরা তাঁদের রোমান্টিক জীবনে বেশি সুখী ও সন্তুষ্ট। তাঁরা সঙ্গীকে নিয়ন্ত্রণের পরিবর্তে সম্পর্কের সমান অংশীদার হিসেবে বিবেচনা করেন, সিদ্ধান্ত গ্রহণে আলোচনা করেন, এবং সম্পর্কের উন্নতিতে গুরুত্ব দেন। এঁরা সহজে ক্ষমা করতে পারেন এবং যেকোনো পরিস্থিতিতে সমাধানে মনোযোগ দেন। এ গবেষণায় আরও দেখা গেছে, বুদ্ধিমান পুরুষেরা সঙ্গীর ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল এবং প্রায়ই ‘কোয়ালিটি সময়’ কাটাতে গুরুত্ব দেন। সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দায়িত্বশীলতা তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করে।

 

অন্যদিকে, যাঁদের আবেগীয় বুদ্ধিমত্তা কম, তাঁদের মধ্যে সঙ্গীকে নিয়ে হীনম্মন্যতা, দ্বিধা, এবং সঙ্গীকে নিয়ন্ত্রণ বা পরিবর্তনের প্রবণতা বেশি থাকে। এতে সম্পর্কের জটিলতা বাড়ে এবং অস্বাস্থ্যকর সম্পর্কের সৃষ্টি হতে পারে, যা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট