দেশে শিল্প-সংস্কৃতি চর্চার নিরাপদ পরিবেশ না থাকা এবং নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমাধান চেয়েছেন নাট্যকর্মীরা। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, “নাট্যকর্মীরা কী এমন করেছে, যার জন্য তাদের ওপর হামলা হতে হবে?” তিনি আরও বলেন, “এদেশের শিল্প-সংস্কৃতি সবসময়ই হুমকির মুখে, এবং বর্তমানে নিরাপদে শিল্প চর্চার পরিবেশ না থাকায় প্রধান উপদেষ্টার কাছে সমাধান দাবি জানানো হয়েছে।”
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলাকালীন হামলার বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল, কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।” তিনি যোগ করেন, “যতদিন পর্যন্ত অভিনয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি না হবে, ততদিন নাট্যকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত থাকবে।”