দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:১৮

অস্ট্রেলিয়ার একটি স্কুল ভবন বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২০২৪ সালের “বিশ্বের সেরা নতুন ভবন” শিরোনামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সেরা ভবনের খেতাব পেয়েছে অস্ট্রেলিয়ার একটি স্কুল। আকাশচুম্বী ভবন, জাদুঘর ও বিমানবন্দরের টার্মিনালকে পেছনে ফেলে এ খেতাব অর্জন করেছে ডার্লিংটন পাবলিক স্কুলের ভবন।সিডনির চিপানডেলে উপশহরের এ স্কুলটি ২২০টি ভবনকে পিছনে ফেলে সেরা হওয়ার সম্মান পেয়েছে। ৮ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালে এই ঘোষণা করা হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি পুরোনো হওয়ায় নতুন করে নির্মাণ করা হয়, পুরোনো আঙ্গিক রক্ষা করে। এ নির্মাণে অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতির ছোঁয়া রাখা হয়েছে।

 

নতুন ভবনে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পেয়েছে এবং এটি দুই ধাপে নির্মাণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। ভবনের বাইরের অংশে খোলা জায়গা, বাস্কেটবল কোর্ট ও বাগান রয়েছে, এবং লোহার স্ক্রিনের মাধ্যমে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবাহিত হয়, যা শিক্ষার্থীদের গোপনীয়তা বজায় রেখেছে।

 

এফজেসি স্টুডিও নির্মিত এই ভবনটি একটি ছোট প্রকল্প হলেও, এটি শিশুরা যাতে আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই প্রকৃত সাফল্য বলে মন্তব্য করেন স্টুডিওর কর্মকর্তা আলেসান্দ্রো রসি।

 

এ বছর ১৭তম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। অন্যান্য মনোনীত প্রকল্পের মধ্যে ছিল সাইপ্রাসের ন্যাশনাল স্টার অবজারভেটরি, পোল্যান্ডের বাসস্টেশন এবং তুরস্কের সৌরবিদ্যুৎ কেন্দ্র। গত বছরও চীনের একটি বোর্ডিং স্কুল সেরা হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট