দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৪৬

পালং শাক কি সত্যিই চুলের জন্য উপকারী?

ঝলমলে, ঘন চুল কার না ভালো লাগে! কিন্তু আজকাল অল্প বয়সেই চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যা বেশ সাধারণ হয়ে উঠেছে। এর পেছনে মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, দূষণ, আর পুষ্টির অভাব অন্যতম কারণ। চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে আমরা নানা ধরণের শ্যাম্পু থেকে শুরু করে তেল পর্যন্ত ব্যবহার করে থাকি। তবে আমাদের খাদ্যতালিকায় পালং শাক রাখলে চুলের স্বাস্থ্য ভালো রাখতে তা বড় ভূমিকা রাখতে পারে। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি শুধু চুলের জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। ভিটামিন, খনিজ, আর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ পালং শাক চুলের জন্য কীভাবে উপকারে আসে, আসুন জেনে নেওয়া যাক।

 

### ১. আয়রন

আয়রনে সমৃদ্ধ পালং শাক রক্ত ​​​​প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং মাথার ত্বকে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেয়, যা চুলের গোড়া মজবুত রাখতে সহায়ক। এ ছাড়া এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা সুস্থ ও শক্তিশালী চুল পেতে সহায়তা করে।

 

### ২. ফোলেট

পালং শাকে থাকা ফোলেট কোষ বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলের ফলিকল তৈরিতে সহায়ক কোষের বৃদ্ধি করে, ফলে চুলের বৃদ্ধিও সহজ হয়। ফোলেটের ঘাটতি চুল পাতলা করার কারণ হতে পারে, তাই পালং শাক খাওয়ার মাধ্যমে এই উপাদানের ঘাটতি পূরণ করা সম্ভব।

 

### ৩. ভিটামিন এ

ভিটামিন এ স্ক্যাল্পের স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। পালং শাকে থাকা ভিটামিন এ সিবাম উৎপাদনে সহায়ক, যা মাথার ত্বকের প্রাকৃতিক তেল। এই তেল চুলকে ময়েশ্চারাইজ রাখে ও শুষ্কতা প্রতিরোধ করে।

 

### ৪. অ্যান্টিঅক্সিডেন্ট

পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বককে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে।

 

অতএব, পালং শাককে নিয়মিত খাদ্যতালিকায় রেখে সহজেই স্বাস্থ্যোজ্জ্বল চুলের আশা করা যায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট