দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৯

আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের নিন্দা সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) লোগো

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে হওয়া অশোভন আচরণের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার গণমাধ্যমে সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের কোথায়ও কোথাও, এমনকি কোর্ট-কাছারিতে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে এবং সুযোগ বুঝে কাউকে কাউকে হেনস্তা করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এসব ঘটনা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামকে ব্যাহত করবে। পতিত স্বৈরাচার ও দেশি-বিদেশি নানা অপশক্তিকে অপতৎপরতার সুযোগ করে দেবে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে সিপিবি বলেছে, অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ এবং মেয়াদ অনির্দিষ্ট রেখে অধ্যাদেশ জারির প্রচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বরং নিন্দনীয়। সরকারকে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানায় দলটি।

শিল্পকলা একাডেমিতে তথাকথিত ‘মবের’ কাছে নতি স্বীকার করে নাটক বন্ধ করা এবং নাট্যজনদের প্রতিবাদ সভায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সিপিবি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছে দলটি।

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা এবং মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সিপিবি। একই সঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তায় যথাযথ ভূমিকা পালনের দাবি জানিয়েছে রাজনৈতিক দলটি। তারা বলেছে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য হলো পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথকে মসৃণ করা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট