দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ১৪:৩৫

নতুন জুটি রেহান-মাহি

নাটকের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি এখন সময়ের সবচেয়ে আলোচিত মুখ। প্রায় সব প্রজন্মের অভিনেতার সঙ্গেই তার কাজ চলছে, এবং এবার তিনি নতুন জুটি বেঁধেছেন মডেল রেহানের সঙ্গে। নাটকের নাম ‘মায়ায় জড়িয়ে রেখো’, যা পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। সম্প্রতি নাটকটি ডাঙ্গুলির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

 

এর আগে রেহান অভিনয় করেছিলেন মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে। রেহানের পুরো নাম ফররুখ আহমেদ, এবং ২০১৭ সাল থেকে তিনি মডেলিং জগতে সক্রিয়। র‌্যাম্প মডেল হিসেবে পরিচিত এই অভিনেতা বিজ্ঞাপনেও তার সাফল্য দেখিয়েছেন। তিনি ‘ক্লোজআপ কাছে আসার গল্প’সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন, এছাড়া ওয়েব সিনেমা ‘আরাফাত’-এও অভিনয় করেছেন।

 

নতুন জুটি রেহান-মাহি নিয়ে নাটকের পর্দায় দুর্দান্ত এক কেমিস্ট্রি তৈরি হয়েছে। সামিরা খান মাহি বলেন, “নতুনদের মধ্যে রেহান খুব ভালো কাজ করছে। আমি আশা করি, আমাদের এই নাটকটির সঙ্গে তার জুটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করবে।” রেহানও তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “এটি একটি সুন্দর গল্পের নাটক, এবং কাজ করতে খুব ভালো লেগেছে। পরিচালক ও মাহি সহ সবার সহযোগিতায় আমি কৃতজ্ঞ। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবেন।”

 

এভাবে, রেহান-মাহি জুটি এক নতুন মাত্রায় দর্শকদের কাছে পৌঁছাতে প্রস্তুত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী