দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৮

পোল্যান্ডে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের সুযোগ, সেমিস্টারের মধ্যে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি, এবং আইইএলটিএসে ৬ স্কোর হলেই আবেদন করা সম্ভব।

বিশ্বজুড়ে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীরা ইউরোপমুখী হচ্ছে শিক্ষার সুস্থ পরিবেশ, মেধার স্বাধীন চর্চা এবং অন্যান্য কারণে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে শেনজেনভুক্ত পোল্যান্ড একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে শিক্ষার খরচ এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানুন।

 

**পোল্যান্ডে পড়াশোনার সুবিধা**

 

১. **আর্থসামাজিক অবস্থা**: পোল্যান্ডে পড়াশোনার জন্য আকর্ষণীয় কারণগুলির মধ্যে একটি হলো এর আর্থসামাজিক অবস্থান। এছাড়া, কম খরচে মানসম্মত শিক্ষা পাওয়া যায়। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রতিবছর গড়পড়তা ফি ২,৫০০ থেকে ৩,৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৯৮ হাজার ৬৯৪ থেকে ৪ লাখ ১৮ হাজার ১৭১ টাকার সমান। এখানে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাও করে থাকে।

 

২. **শিক্ষার মান**: পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর মান আন্তর্জাতিকভাবে প্রশংসিত। কিউএস র‍্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অব ওয়ারস ২৬২তম, জাগিলোনিয়ান ইউনিভার্সিটি ৩০৪তম এবং ওয়ারস ইউনিভার্সিটি অব টেকনোলজি ৫৭১ নম্বরে রয়েছে।

 

৩. **বোলোগ্না প্রক্রিয়া**: পোল্যান্ডের শিক্ষাপদ্ধতি বোলোগ্না অনুসরণ করে, যা ইউরোপে স্বীকৃত এবং আন্তর্জাতিক চাকরির বাজারে গ্রহণযোগ্য।

 

**আবেদনের পূর্বশর্ত**

 

– **স্নাতক**: ১২ বছরের একাডেমিক শিক্ষা এবং প্রতি পরীক্ষায় ৬০% নম্বর প্রাপ্তি, জিপিএ ২.৫।

– **স্নাতকোত্তর**: ৩-৪ বছরের স্নাতক ডিগ্রি এবং আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে ৬.৫।

– **বিশেষ প্রোগ্রাম**: ডিজাইন, মেডিকেল বা প্রকৌশলে অতিরিক্ত যোগ্যতা থাকতে পারে।

 

**সেরা বিশ্ববিদ্যালয় ও কোর্স**

 

**বিশ্ববিদ্যালয়সমূহ**:

– ইউনিভার্সিটি অব ওয়ারস

– জাগিলোনিয়ান ইউনিভার্সিটি

– ওয়ারস ইউনিভার্সিটি অব টেকনোলজি

– অ্যাডাম মিকিউইচ ইউনিভার্সিটি পোজনান

– আরও অনেক

 

**চাহিদাসম্পন্ন কোর্স**:

মেডিসিন, মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, আইন, ব্যবসা ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং, কলা, নকশা ও স্থাপত্য।

 

**আবেদনের সময়সীমা**:

সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আবেদন করা যায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময়সীমা রয়েছে।

 

**ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র**:

– আবেদনপত্র

– মাধ্যমিক সার্টিফিকেট ও স্নাতক ডিপ্লোমা

– পাসপোর্ট, ছবি

– ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ

– মেডিকেল সার্টিফিকেট

– ভর্তির ফি রশিদ

– একাডেমিক ও ব্যক্তিগত রেফারেন্স লেটার

– মোটিভেশন লেটার, পোর্টফোলিও বা সিভি

 

**স্টুডেন্ট ভিসা**:

– টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হবে।

– আবেদন প্রক্রিয়া: ই-কনস্যুলেট নিবন্ধন, ভিসা আবেদন কেন্দ্রে কাগজপত্র জমা।

 

**খরচ ও স্কলারশিপ**:

– স্নাতক: বার্ষিক ২,০০০ ইউরো (২ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা)।

– স্নাতকোত্তর ও পোস্ট-ডক্টরাল: বার্ষিক ৩,০০০ ইউরো (৩ লাখ ৯৭ হাজার ২০০ টাকা)।

– মেডিসিন ও এমবিএ: বার্ষিক ৮,০০০-১২,০০০ ইউরো।

 

**স্কলারশিপ**:

– ইউনেস্কো পোল্যান্ড ফেলোশিপ

– পোল্যান্ড গভর্নমেন্ট লুকাসিউইচ

– ওয়ারস ইউনিভার্সিটি সোশ্যাল স্কলারশিপ

– অন্যান্য আংশিক স্কলারশিপ

 

**কর্মসংস্থান ও বসবাস**:

– সেমিস্টার চলাকালীন সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটিতে পূর্ণকালীন কাজের সুযোগ।

– স্থায়ী বসবাসের জন্য অস্থায়ী পারমিট এবং পরে ব্লু কার্ডের জন্য আবেদন।

 

**ভিসা প্রক্রিয়াকরণ**:

– সাধারণত ১৫ কার্যদিবস লাগতে পারে।

 

এছাড়া, পোল্যান্ডে জীবনযাত্রার খরচ শহরভেদে পরিবর্তিত হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট