দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪১

গুলশান থেকে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নিখোঁজ

নিখোঁজ প্রতীকী ছবি

রাজধানীর গুলশান এলাকা থেকে শরীফ মোহাম্মদ মাসুদুল আলম সুজন (৫০) নামের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিখোঁজ হয়েছেন। গত বুধবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, বুধবার সন্ধ্যায় মুগদা এলাকার উত্তর মানিকনগরের বাসা থেকে বের হন শরীফ। গুলশানে একটি খাবারের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন। নামাজে যাওয়ার কথা বলে বাইরে বের হন। পরে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী শরীফ নিখোঁজের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগেও একবার দেশে ফিরে সুজন জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তখন সাবেক স্ত্রীর আত্মীয় এক পুলিশ কর্মকর্তা তাঁকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট