গত ২৪ আগস্ট ফ্রান্সে গ্রেপ্তার হন পাভেল ভ্যালেরিয়েভিচ দুরভ, টেলিগ্রাম অ্যাপের সিইও ও সহপ্রতিষ্ঠাতা। এই গ্রেপ্তারির পর থেকে তিনি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টেলিগ্রামের প্রশাসনিক দুর্বলতার কারণে সংঘবদ্ধ গোষ্ঠীর অবৈধ লেনদেন পরিচালনা, ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অস্বীকৃতি এবং অ্যাপের মাধ্যমে শিশুদের যৌনতাসংক্রান্ত ছবি বিতরণের সুযোগ করে দেওয়া। গ্রেপ্তারের পর তিনি ফরাসি নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। ৩৯ বছর বয়সী এই রুশ উদ্যোক্তার সম্পর্কে ৭টি চমকপ্রদ তথ্য:
১. **চারটি দেশের নাগরিকত্ব**: পাভেল সোভিয়েত ইউনিয়নের লেলিনগ্রাদে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ) জন্মগ্রহণ করেন, কিন্তু বেড়ে উঠেছেন ইতালিতে। রাশিয়া ছাড়াও তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছেন।
২. **ভবিষ্যদ্বাণী**: স্কুলজীবনে পাভেল ভবিষ্যতে ইন্টারনেট দুনিয়ার ‘একজন দৃষ্টান্ত’ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন।
৩. **বিবাহিত**: সেন্ট পিটার্সবার্গে পড়াশোনা করার সময় পাভেলের সঙ্গে পরিচয় হয় দারিয়া বন্দারেনকোর। পরে বিয়ে হলেও বিচ্ছেদ হলেও তাদের দুই সন্তান রয়েছে।
৪. **ফোর্বসের তালিকায়**: ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় পাভেল ১২২তম স্থানে আছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৫৫০ কোটি ডলার।
৫. **বিলাসী জীবন**: পাভেল বিলাসী জীবন যাপন করতে পছন্দ করেন এবং একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। ২০১৬ সালে তাঁকে একটি বিলাসবহুল প্রমোদতরিতে দেখা যায়।
৬. **১০০ সন্তানের বাবা**: পাভেল দীর্ঘদিন স্পার্ম ডোনেট করে আসছেন এবং দাবি করেছেন যে তিনি প্রায় ১০০ সন্তানের ‘বায়োলজিক্যাল’ বাবা।
৭. **টেলিগ্রামের ছোট টিম**: পাভেল জানিয়েছেন, টেলিগ্রাম মাত্র ৩০ জন প্রকৌশলী নিয়ে পরিচালনা করছেন, যদিও প্রতিষ্ঠানে আরও ৩০ জন কর্মী কাজ করেন।
এই তথ্যগুলো পাভেল দুরভের জীবনের নানা দিক প্রকাশ করে, যা সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।