আরজি কর কাণ্ড নিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নীরবতা এবং তার অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে জিজ্ঞাসা ও কৌতূহল দেখা দিয়েছে। কেন তাকে এই ঘটনার প্রতিবাদে মিছিলে দেখা যায়নি? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো পোস্ট নেই? এসব প্রশ্ন তুলেছেন অনেকে।
অন্যদিকে, নাট্যকর্মী ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী মধুরিমা গোস্বামী আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সরব ছিলেন এবং রাজপথে নেমে ‘বিচার চাই’ দাবিতে মিছিলে যোগ দিয়েছেন। কিন্তু তার স্বামী অনির্বাণ কেন নীরব রয়েছেন, এ বিষয়ে মধুরিমার মন্তব্য, “আমি আমার লড়াই লড়তে নেমেছি। যাদের সঙ্গে মতামত মেলে, তাদের সঙ্গেই মিছিলে এসেছি। তবে সবাইকে রাস্তায় নামতেই হবে এমন কোনো কথা নেই। আমি কাউকে দেখে রাস্তায় নামিনি; মনে হয়েছে নামা উচিত, তাই নেমেছি।”
তিনি আরও জানান, অনির্বাণের প্রতিবাদের ভাষা সম্পর্কে তিনি অবগত নন এবং অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার সময়ও পাচ্ছেন না। আরজি কর ঘটনার বিচার নিয়ে মধুরিমার সাফ কথা, “আমাদের আর আশা করার কিছু নেই। আমরা বিচার ছিনিয়ে নেবোই, যত দিনই লাগুক না কেন, আমরা রাস্তায় থাকব। আমাদের সংগঠনে ভিন্ন মতের মানুষও আছেন, কিন্তু সকলের দাবি একটাই। আইনজীবীরাও রয়েছেন; ভবিষ্যতে আইন বদলানোর প্রয়োজনে কী করা যায়, সেটাও সকলে দেখব।”
এদিকে, আন্দোলনকারীদের কটাক্ষের প্রসঙ্গে মধুরিমা বলেছেন, “যাই করি, তাতেই কটাক্ষের শিকার হতে হয়। কিন্তু তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের কাজ করে যাব।”