দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৩

বেবী নাজনীন দেশে ফিরছেন! দীর্ঘদিন পর তিনি ফিরে আসছেন স্বদেশে, যেখানে তাকে দেখা যাবে নতুনভাবে।

দীর্ঘ ৮ বছর আমেরিকায় প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সংগীতশিল্পী বেবী নাজনীন। তিনি তার ক্যারিয়ার জীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সংগীত জীবনের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন, তবে রাজনীতির পথে নানা বাধার সম্মুখীন হয়ে দেশের মাটিতে ফিরে আসতে বাধ্য হন।

 

দেশে আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানা বাধার কারণে সংগীত জীবনে সমস্যা দেখা দেয়। এসব কারণে তিনি দেশ ছেড়ে আমেরিকায় চলে যান এবং সেখানে থেকে বাংলাদেশসহ আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শো করেছেন। তবে বিদেশে কখনোই পেশাগত বাধার সম্মুখীন হতে হয়নি তাকে। কিন্তু বাংলাদেশে সংগীতজীবন চলতে থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

এবার, আমেরিকা থেকে দেশে ফিরে আসছেন বেবী নাজনীন। আগামী রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সাড়ে চার দশকের ক্যারিয়ারে বেবী নাজনীন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে গান গেয়েছেন। তার কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে *‘কাল সারারাত ছিল স্বপনেরও রাত’*, *‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’*, *‘বন্ধু তুমি কই রে’*, *‘সারা বাংলায় খুঁজি তোমারে’*, *‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’* এবং *‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’* ইত্যাদি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট