দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:২৯

প্রতারণার মামলায় অবাক অপু

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম। ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করা হয়, এবং সম্প্রতি বিষয়টি প্রকাশিত হয়েছে। মামলায় অপু বিশ্বাস ছাড়াও ইউটিউবার হিরো আলম ও জাহিদুল ইসলাম আপনকে ৩ নম্বর আসামি করা হয়েছে। প্রযোজক সিমি ইসলামের অভিযোগ, অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন। এই বিষয়ে তিনি সাধারণ ডায়েরি করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান না পাওয়ায় শেষমেশ আদালতে মামলা করেন।

 

এদিকে, প্রতারণার অভিযোগে বিস্মিত হয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, “এই মহিলাকে (সিমি ইসলাম) নিয়ে আর পারি না, উনার তো সবকিছু দিয়ে দিয়েছি। আবার মামলা কীসের! আমি তো এসব জানিই না, এসব ফাজলামো!”

 

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে অপু বিশ্বাস এবং জাহিদুল ইসলাম সিমি ইসলামের ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন। পরে চ্যানেলটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও তা ফেরত দেননি অপু। এর পর সিমি ইসলাম ২৮ জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন এবং ৫ লাখ টাকা দিয়ে চ্যানেলটি ফেরত পান, কিন্তু চ্যানেলটির ভিডিওগুলি হারিয়ে যায়। এরপর সিমি বিষয়টি জানালে অপু ও হিরো আলম ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলে কালক্ষেপণ করেন।

 

সমস্যা মীমাংসার জন্য সিমি ইসলাম চলচ্চিত্র প্রযোজক সমিতিতে গিয়ে সমাধান পেতে ব্যর্থ হলে, অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হন। ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট