দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৫

স্কুলে ভর্তি রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী এখন ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। গতকাল বৃহস্পতিবার মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে, যা আজ শুক্রবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

 

চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শূন্য আসনসহ অন্যান্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায়, টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদন অনুযায়ী রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট