দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৫

প্রতারণার শিকার, অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিপাড়ার প্রযোজক শ্রীকান্ত মোহতার পরিচয়ে টাকা চাওয়া হচ্ছে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন টলি অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। শ্রীকান্ত মোহতা, যিনি টলিপাড়ার একজন নামী প্রযোজনা সংস্থার কর্ণধার, তাঁর নাম ব্যবহার করে প্রতারণা চালানো হচ্ছে। অভিনেত্রী জানান, শ্রীকান্ত মোহতার নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই প্রোফাইলের বন্ধু তালিকায় ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত শিল্পী থাকায় মৌমিতা প্রোফাইলটি ভুয়া বুঝতে পারেননি।

 

মৌমিতা জানান, প্রোফাইল থেকে তাকে কাজের প্রস্তাব দেওয়া হয় এবং মেসেঞ্জারে কল করে নিজেকে শ্রীকান্ত মোহতা দাবি করে এক ব্যক্তি হিন্দিতে কথা বলেন। অভিনেত্রী বলেন, একসময় তাকে কাজের জন্য সিড নামের একটি ছেলের সঙ্গে দেখা করতে বলা হয়। সে তাকে কসবার একটি ক্যাফেতে অপেক্ষা করতে বলেছিল, তবে গোপনীয়তার কারণে মৌমিতা গাড়িতেই বসে ছিলেন। ওই ব্যক্তি বেশ সচেতনভাবে ইন্ডাস্ট্রির কাজকর্ম সম্পর্কে কথা বলছিলেন, যা মৌমিতার সন্দেহ তৈরি করে।

 

পরবর্তীতে, তাকে অডিশনের জন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই মৌমিতা বুঝতে পারেন যে কিছু না কিছু ভুল হচ্ছে। তৎক্ষণাৎ তিনি হোটেল থেকে বেরিয়ে আসেন এবং বিষয়টি সম্পর্কে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে, তিনি কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাতেও বিষয়টি জানিয়ে দেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট