দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩২

আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়: সালাহ উদ্দিন আহমদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সালাহ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের কোর্টপয়েন্ট এলাকায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। তাই এ দেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়।’

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না উল্লেখ করে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘তারা অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। যারা জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা পালিয়ে গেলেও দেশে এনে বিচার করা হবে। যত দিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে, তত দিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিএনপির সিলেট জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনে শুরুতেই স্বাগত বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখসমরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। জুলাই ও আগস্ট গণবিপ্লবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আমরা এ স্বাধীনতা পেতাম না। তাই বাংলাদেশ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান একই সূত্রে গাঁথা। আমরা কারও করদরাজ্যে পরিণত হওয়ার জন্য স্বাধীনতা লাভ করিনি। অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান।’

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সহক্ষুদ্র ঋণ ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও হাদিয়া চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট