দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৪

স্বস্তিকা: “সরকারের ঘুম ভাঙাতে আর কী কী করা যায়, সেটা ভাবছি”।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার দুপুর ৩টার দিকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল শুরু হয়, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল। মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও, যিনি প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

 

এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাসরি পথে নেমে এসেছেন এবং জানিয়েছেন যে এই প্রতিবাদ থামবে না।

 

স্বস্তিকা বলেন, “সবাই নিজ নিজভাবে প্রতিবাদ করছেন, কিন্তু আমরা এখনও জানি না, ঘটনার তদন্ত কতটা এগিয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে, সেটাও আমাদের অজানা। সরকারেরও তো একটা দায়বদ্ধতা আছে, নির্যাতিতার বাবা-মাকে জবাব দেওয়ারও দায়বদ্ধতা রয়েছে।”

 

তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করে স্বস্তিকা আরও বলেন, “প্রায় এক মাস হতে চলল, এমন নির্মম ঘটনার কোনো সুরাহা হয়নি। জনসাধারণকে বোকা ভাবার কোনো মানে হয় না। একজন মানুষকে দোষী হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু আমরা কেউই বিশ্বাস করি না যে সে একাই এত বড় ঘটনা ঘটাতে পারে। এটা অসম্ভব।”

 

আরজি কর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “অনেক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মৃতদেহের পাশে গোল বৈঠক করে পরিকল্পনা করা হচ্ছে। কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, আর মিথ্যা কথা বলে এটাকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “জনসাধারণ তাদের বুদ্ধি বিবেচনা ব্যবহার করেই ভোট দেয়। কিন্তু এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। জনসাধারণের জন্যই সরকার, আর মানুষের জন্যই সরকারের ক্ষমতা। তবু কেন এই ঘটনার সুরাহা হচ্ছে না?”

 

স্বস্তিকার দাবি, সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে এবং দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে।

 

তার কথায়, “সাধারণ নাগরিক হিসেবে আর কী কী করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে, সেটাই দেখছি। নির্যাতিতার বাবা-মাও তাই চান।”

 

নিজের মেয়ের জন্যও আতঙ্কে আছেন স্বস্তিকা। কর্মসূত্রে বিদেশে থাকা মেয়ে অন্বেষার জন্য সর্বক্ষণ চিন্তিত থাকেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট