দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:১২

আজ রাতেই পূরণ হতে চলেছে পরীমণির স্বপ্ন

বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে সুপ্তি ও প্রদীপের সুখের সংসার। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। প্রদীপের অতীতের কালো ছায়া থেকে ছুটে আসা গ্যাংয়ের লোকজন এবং পুলিশের অনুসন্ধান তাদের জীবনকে অস্থির করে তোলে। গর্ভবতী সুপ্তিও স্বামীর সঙ্গে পালিয়ে বেড়াতে থাকে। এই উত্তেজনাকর গল্পকে কেন্দ্র করে নির্মাতা অনম বিশ্বাস তৈরি করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, যা আজ বৃহস্পতিবার মধ্যরাতে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। সিরিজের প্রধান চরিত্রে আছেন পরীমণি, যার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি।

 

‘রঙিলা কিতাব’কে পর্দায় আনার কারণ জানিয়ে অনম বিশ্বাস বলেন, “গ্যাংস্টার থ্রিলার কনটেন্ট সবসময়ই আমাকে টানে। এই গল্পের উপাদানগুলোও চমৎকার। উপন্যাসটির কয়েকটি অধ্যায় পড়ার পর মনে হলো, এটি পর্দায় নিয়ে আসা গেলে দারুণ হবে। পরে কিঙ্কর আহসানের সঙ্গে আলোচনা করে চিত্রনাট্য তৈরি করে কাজটি শেষ করেছি।”

 

২৯ অক্টোবর প্রকাশিত ট্রেলারে সুপ্তির চরিত্রে পরীমণির অভিনয় সবাইকে চমকে দিয়েছে। মা হওয়ার পর এটি তার প্রথম কাজ। এ নিয়ে পরীমণি বলেন, “আমি মনে করি, ‘রঙিলা কিতাব’ সবাই খুব পছন্দ করবেন। সুপ্তি চরিত্রকে সত্যিকারভাবে অনুভব করতে হলে মনোযোগ দিয়ে সিরিজটি দেখতে হবে। মা হওয়ার পর শুটিংয়ে ফেরার ভাবনা কঠিন ছিল, কিন্তু এক বছর পরেও এই চরিত্রটি আমার জন্য বরাদ্দ থাকায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আশা করি, চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, বাকিটা দর্শকের উপর।”

 

তিনি আরও যোগ করেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ওয়েবে পা রাখার স্বপ্ন ছিল ভালো গল্পের মাধ্যমে, আর সেই স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে।”

 

‘রঙিলা কিতাব’ সাত পর্বের সিরিজ হিসেবে হইচইয়ে মুক্তি পাবে। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট