দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৪

“হারানো ভাইয়ের খোঁজ চান জবি ছাত্রী”

গত ২ নভেম্বর কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার থেকে হারিয়ে যাওয়া ফুফাতো ভাই রাইহান হোসেন রিজভীকে ফিরে পেতে সহায়তা চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জোহরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহায়তা চান।

 

সংবাদ সম্মেলনে ফাতেমা বলেন, ‘গত ২ নভেম্বর আমার ফুফাতো ভাই রাইহান হোসেন রিজভী কুষ্টিয়ার সদর থানার সরকারি শিশু পরিবার থেকে হারিয়ে যায়, কিন্তু এতিমখানা কর্তৃপক্ষ দুই দিন পরে, ৪ নভেম্বর আমাদের বিষয়টি জানায়। এরপর থেকে তাদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ৪ নভেম্বর রিজভীর ব্যাগ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে পাওয়া যায়, কিন্তু আজ ছয় দিন হয়ে গেল, এখনও তার কোনো খোঁজ মেলেনি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এতিমখানা তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন কুষ্টিয়ার সদর পুলিশ স্টেশনে একটি জিডি করেছেন, যেখানে তিনি রিজভীকে নিজের ভাইয়ের ছেলে বলে উল্লেখ করেছেন। কিন্তু তার জিডিতে উল্লেখিত সম্পর্ক সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার ভাই হারিয়ে গেছে, আমি এবং আমাদের পুরো পরিবার দিশেহারা। আমরা জানি না, সে এখন কোথায় এবং কী অবস্থায় আছে। আপনাদের সাহায্য আমাদের খুব প্রয়োজন।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট