দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১১:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে পোস্টার সাঁটানো নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে পোস্টার সাঁটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বুধবার রাতে হল প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, “হলের অভ্যন্তরীণ সৌন্দর্য বজায় রাখার জন্য এবং হল চত্বরের দেয়ালে বা অন্য কোথাও কোনো প্রকার পোস্টার, ব্যানার বা দেয়াল লিখন লাগানো যাবে না। প্রশাসনের অনুমতি ব্যতীত এই ধরনের কার্যকলাপ করা নিষিদ্ধ।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়ম অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে, ছাত্রদলের পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার সাঁটানো হলে তা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বুধবার রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তারা ‘টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর’, ‘দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’—এমন স্লোগান দিয়ে আন্দোলন করেন। মিছিলটি ভিসির বাসভবন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে রাত ১২টার দিকে হলের দিকে ফিরে যায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী