দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৭

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের চূড়ান্ত তদন্তে উদঘাটিত তথ্য

ইরানের তাবরিজে ইব্রাহিম রাইসির শেষকৃত্য অনুষ্ঠানের দৃশ্য।

ইরানে গত মে মাসে ঘটে যাওয়া একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। সম্প্রতি দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা জানিয়েছে যে, দুর্ঘটনার প্রধান কারণ ছিল খারাপ আবহাওয়া। রবিবার এই তথ্য প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা।

৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে কুয়াশাচ্ছন্ন একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ছাড়াও সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন। দুর্ঘটনার পরপরই দেশটিতে দ্রুত নির্বাচনের আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাতে জানা যায়, বিশেষ বোর্ড তদন্তে জানায়, দুর্ঘটনার মূল কারণ ছিল ‘বসন্তকালে অঞ্চলের জটিল আবহাওয়াগত এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি।’ বোর্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ঘন ও তীব্র কুয়াশার হঠাৎ আবির্ভাব’ হেলিকপ্টারের দুর্ঘটনার কারণ ছিল।

মে মাসে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, তারা এই দুর্ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পায়নি। পূর্বে আগস্টে বার্তা সংস্থা ফারস জানিয়েছিল, ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তা প্রোটোকল না মানা অতিরিক্ত দুই যাত্রী বহনকে উল্লেখ করা হয়েছিল। তবে ইরানের সশস্ত্র বাহিনী সেই তথ্য দ্রুত প্রত্যাখ্যান করে জানায়, ‘নিরাপত্তা প্রটোকল ভঙ্গের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট