দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৬

নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি

বিএনপি

নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি। দলটির দুজন নেতা বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে দেখা করে তাঁদের দলের প্রস্তাবিত নামের তালিকা দিয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (অ্যানি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করেন। সে সময় দলটির এই দুই নেতা নির্বাচন কমিশন গঠনের জন্য প্রস্তাবিত নামের তালিকা দেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে ৮ থেকে ১০ জনের নাম প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত নামের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে অনুসন্ধান কমিটি গঠন করেছে, সেই কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে নামের প্রস্তাব চেয়েছে। বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করতে হবে। এর এক দিন আগেই বুধবার বিএনপি তাদের নাম প্রস্তাব করল।

এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রস্তাবিত নামের তালিকা ঠিক করা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করে সরকার।

আইন অনুযায়ী, এই কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। আইনানুযায়ী অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে তাদের এই সুপারিশ দেওয়ার কথা।

অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট