দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪২

ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান নেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় অবস্থান নেওয়া, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তার পক্ষে কলাম লেখা এবং অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দারকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, সেকেন্দারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও বিভাগের একাডেমিক কমিটির নৈতিক স্খলন এবং অসদাচরণের অভিযোগ ওঠার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আওতায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১(১০) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

এছাড়া, সেকেন্দারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিরোধিতা, ফেসবুকে আক্রমণাত্মক পোস্ট এবং নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগও উঠে। ২০১৯ সালে থিসিস জালিয়াতির অভিযোগে তাকে পরীক্ষার দায়িত্ব থেকেও বিরত রাখা হয়েছিল। ছাত্ররা তার স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনও করেছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট