দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৮

প্রধান শিক্ষিকা জানালেন, মুজিববর্ষ উপলক্ষে ছবিসহ ফর্ম বিতরণের কারণ।

মুজিববর্ষের ছবিসহ ফর্ম বিতরণ করে তোপের মুখে পড়েছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরির প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা। এ বিষয়ে শেষমেশ মিডিয়ার সামনে তার বক্তব্য এসেছে।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আমরা আমাদের স্কুলে কোনো ফর্ম বিক্রি করি না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ফর্ম আমাদের দেয়া হয়েছিল। আমরা সেই ফর্মটি স্কুলের শিক্ষকদের কাছে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম সেখানে মুজিববর্ষের ছবি রয়েছে, তখনই আমি ফর্ম বিতরণ বন্ধ করে দিয়েছি এবং অন্য ফর্ম বিতরণ করতে শুরু করি।”

 

গণমাধ্যমে ৪ আগস্ট কোটা আন্দোলনের সময় স্কুলের কিছু শিক্ষার্থী আশ্রয় চেয়েও গেট বন্ধ থাকায় প্রবেশ করতে পারেননি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে, আমাদের ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, কোনো স্কুলের গেট খুলবেন না। এমপি সাহেবের নির্দেশ অনুযায়ী, আমরা গেট খুলতে পারিনি।”

 

তিনি আরও জানান, পরবর্তীতে ৪ আগস্ট বিকেলে স্কুলের গেট ভেঙে ফেলা হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে দারোয়ানকে মিস্ত্রি দিয়ে তা মেরামত করার নির্দেশ দেন। তবে কোনো মিস্ত্রি পাওয়া যায়নি এবং ৬ আগস্টে গেট মেরামত করা হয়।

 

এছাড়া তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি চক্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “এরা একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপিতে যোগ দিতে এসব ষড়যন্ত্র করছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট