দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৭

জবি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল।

পরিস্কার ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা।জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর জানান, এই ধরনের উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশকে আরো পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে।

 

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, “ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে আমাদের এই পদক্ষেপ।” তিনি আরো বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা নিজেদের পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠে।” তিনি জানান, ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং আগামী দিনগুলিতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট