দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৫

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা

সৌন্দর্যচর্চায় অনেকেই টোনার ব্যবহার করেন। এটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি ত্বককে আরও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। তবে টোনার সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা হয়তো আপনিও মনে পোষণ করেন।

 

**১. টোনার ত্বককে শুষ্ক করে দেয়**

অনেকে মনে করেন, টোনার ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। কিন্তু এই ধারণা সঠিক নয়। সব টোনারের উপাদান এক রকম নয়, এবং বিভিন্ন টোনারের কার্যকারিতা ভিন্ন। তাই আপনি কোন টোনার ব্যবহার করছেন, সেটাই ত্বক শুষ্ক বা তৈলাক্ত হওয়ার কারণ নির্ধারণ করে।

 

**২. ক্লিনজারের বিকল্প হিসেবে টোনার**

বেশিরভাগই মনে করেন, টোনার ক্লিনজারের জায়গা নিতে পারে। কিন্তু আসলে টোনার ত্বকের ব্যাকটেরিয়া, অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করে। তবে তা ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরেই ব্যবহার করা উচিত। তাই টোনার কখনোই ক্লিনজারের বিকল্প নয়।

 

**৩. স্ক্রাবারের পরিবর্তে টোনার**

কিছু মানুষ মনে করেন, টোনার দিয়ে স্ক্রাবারের কাজও হয়ে যায়। কিন্তু এটি ভুল ধারণা। টোনার ত্বককে সামান্য উজ্জ্বল করতে পারে, তবে এটি পুরোপুরি মৃত কোষ দূর করতে সক্ষম নয়।

 

**৪. ব্রণ ও দাগ দূর করার ধারণা**

টোনার ব্রণ বা কালো দাগ সরাতে সক্ষম নয়, তবে এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে ব্রণের সমস্যা কিছুটা কমতে পারে।

 

**৫. সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার নয়**

অনেকেই মনে করেন, সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার করা উচিত নয়। কিন্তু এটি ভুল। বাজারে সব ধরনের ত্বকের জন্য উপযোগী বিভিন্ন টোনার পাওয়া যায়, যা সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যায়।

 

টোনার ব্যবহারে সঠিক ধারণা থাকা জরুরি, যাতে এটি আপনার ত্বকের জন্য উপকারী হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট