দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪০

অন্যরকম প্রতিবাদ

আরজি কর-কাণ্ড নিয়ে নতুন করে প্রতিবাদ জানালেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। কালীপূজার রাতে সাদা শাড়ি ও ব্লাউজে তিনি নজর কাড়েন। এই শাড়ির মাধ্যমে তিনি স্মরণ করিয়ে দেন যে, আরজি কর-কাণ্ডের বিচার দাবির আন্দোলন এখনও চলমান। ব্লাউজের পিঠে লেখা ছিল ‘বিচার চাই’, যা আন্দোলনের প্রসঙ্গকে আবারও সামনে নিয়ে আসে। শাড়ির আঁচলে ছিল ‘শিরদাঁড়া বিক্রি নেই’ লেখা, যা শিরদাঁড়ার মর্যাদা রক্ষার গুরুত্বের ওপর জোর দেয়। ভাইফোঁটার উৎসবে অভয়ার বিচারকে তুলে ধরার লক্ষ্যে ঊষসী এই বিশেষ পোশাকটি পরেন।

 

এই শাড়িটি তিনি আন্দোলনের সময় পেয়েছিলেন, যখন সন্দীপা নামের এক আন্দোলনকারী পোশাকশিল্পী তাকে এবং আরও কয়েকজনকে উপহার হিসেবে শাড়িটি বানিয়ে দিয়েছিলেন। অভিনেত্রী জানান, যদিও তিথি মেনে না হলেও প্রতি বছর ভাইফোঁটা দেন, তবে বোনের বিচারের দাবিও মনে রাখতে হবে। পুজো ও উৎসবের পাশাপাশি বিচারের কথাও স্মরণ রাখা প্রয়োজন। আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের কথা তুলে ধরতে ঊষসী সব সময়ই সক্রিয় ছিলেন, এবং জুনিয়র চিকিৎসকদের অনশনেও তার উপস্থিতি ছিল। এইভাবে তিনি নির্যাতিতার বিচার দাবির বিষয়টিকে আবারও প্রাধান্য দিতে চান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট