দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৬

জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে সিভিল সার্জনের বাধ্যতামূলক অবসর

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে ওএসডির পর বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার তার অবসর গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনা করেছে। এই কারণে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এতে আরো উল্লেখ করা হয়, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন এবং এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

 

গত ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট