দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৪

মুখ বেঁকে গেলে করণীয়

**ঋতু পরিবর্তনের সময় মুখ বেঁকে যাওয়া রোগের প্রাদুর্ভাব**

 

ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়, এর মধ্যে অন্যতম হলো মুখ বেঁকে যাওয়া রোগ, বা বেলস পলসি। এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় এই সময় বেশি থাকে। ভাইরাসের আক্রমণের কারণে যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে এটির প্রকোপ বেশি দেখা যায়। বিশেষ করে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসা বা রাত জাগলে হঠাৎ করে এই রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে।

 

**উপসর্গ**:

মুখ বেঁকে যাওয়া রোগটি সহজেই চিহ্নিত করা যায়। অধিকাংশ রোগী কানের গোড়ায় বা ঘাড়ে ব্যথা অনুভব করেন। কুলি করতে গেলে আক্রান্ত অংশের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ে, চোখ বন্ধ করা সম্ভব হয় না এবং কথা বলতে বা হাসতে গেলে মুখ এক দিকে বেঁকে যায়। হঠাৎ করে এসব উপসর্গ দেখা দিলে এটি বেলস পলসি হয়েছে ধরে নেওয়া হয়।

 

**চিকিৎসা**:

এই রোগের চিকিৎসায় আক্রান্ত স্থানের প্রদাহ কমানোর জন্য ডাক্তাররা স্টেরয়েড জাতীয় ওষুধ দেন। সম্প্রতি অ্যান্টি-ভাইরাল ওষুধও ব্যবহৃত হচ্ছে।

 

**ফিজিওথেরাপি**:

মুখের স্নায়ুর ফুলে ওঠার কারণে স্নায়ুতে চাপ পড়লে উদ্দীপনা চলাচলে ব্যাঘাত ঘটে। এই অবস্থায় ইলেকট্রো-ফিজিওথেরাপি প্রয়োগ করে স্নায়ু ও আশপাশের পেশির প্রদাহ নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া মুখের পেশিগুলোকে কৃত্রিমভাবে সংকুচিত ও প্রসারিত করে মুখ বেঁকে যাওয়ার স্থায়ী জটিলতা দূর করা সম্ভব। ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা রোগীকে বিভিন্ন ব্যায়ামও দেখিয়ে দেন, যা দ্রুত সুস্থ হতে সহায়তা করে।

 

**দ্রুত চিকিৎসার প্রয়োজন**:

বেশিরভাগ রোগী জানতে চান, এই রোগ ভালো হয় কিনা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৫০ শতাংশ রোগী সাধারণত সাত থেকে ২১ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বাকিদের মধ্যে তিন মাস থেকে দুই বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। খুব কম সংখ্যক রোগীর মুখ স্থায়ীভাবে বেঁকে যায়।

 

**পরামর্শ**:

ফ্রিজের ঠান্ডা খাবার থেকে বিরত থাকুন, খোলামেলা পরিবেশে থাকুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের প্রদত্ত ব্যায়াম আয়নার সামনে বসে অনুশীলন করুন এবং চুইংগাম চিবান। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ।

 

— ড. মোহাম্মদ আলী, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট