দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৪

৭টি দেশে সৌন্দর্যচর্চার ৭টি জনপ্রিয় উপাদান

বলা হয়, দাদি-নানিদের রূপচর্চার পুরোনো পদ্ধতিগুলো আজও যথেষ্ট কার্যকর। বিভিন্ন দেশের মানুষ নিজস্ব কিছু উপাদান ব্যবহার করে আসছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সৌন্দর্যচর্চায় বিশেষ ভূমিকা রেখেছে। বিশ্বজুড়ে নারীরা তাঁদের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় উপাদান ও ঐতিহ্যবাহী পদ্ধতিগুলোর ওপর নির্ভরশীল। আসুন জেনে নিই বিভিন্ন দেশের কিছু বিশেষ সৌন্দর্যচর্চার উপাদান সম্পর্কে।

 

**ভারতে হলুদ:**

ভারতীয় উপমহাদেশে হলুদ একটি জাদুকরী উপাদান হিসেবে পরিচিত। এর জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ ত্বকের ব্রণ ও অন্যান্য সমস্যার সমাধান করে। ‘গায়েহলুদ’ অনুষ্ঠানে কনের উজ্জ্বলতা বাড়াতে এই কাঁচা হলুদ ব্যবহারের ঐতিহ্য বহু পুরোনো।

 

**জাপানে চালের পানি ও মাচা চা:**

জাপানি নারীরা ত্বকের উজ্জ্বলতা ও টানটান ভাব বজায় রাখতে চালের পানি ব্যবহার করেন। চালের পানিতে থাকা খনিজ উপাদান বলিরেখা কমাতে সহায়ক। পাশাপাশি, মাচা চা একটি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সবুজ চা, যা ত্বকের বার্ধক্যের প্রভাব কমায়।

 

**মিশরে মধু:**

প্রাচীন মিসরের রানি ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য ছিল মধু। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও অ্যান্টিব্যাকটেরিয়াল, যা ত্বককে নরম ও মোলায়েম করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে।

 

**মরক্কোর আর্গান তেল:**

মরক্কোর নারীরা সৌন্দর্যচর্চায় আর্গান তেল ব্যবহার করেন, যাকে ‘তরল সোনা’ বলা হয়। ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই তেল ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণতা প্রদান করে।

 

**অস্ট্রেলিয়ার ক্যাকাডু প্লাম:**

অস্ট্রেলিয়ার আদিবাসী নারীরা বহুদিন ধরে ক্যাকাডু প্লাম ব্যবহার করে আসছেন, যা প্রাকৃতিক ভিটামিন সি-সমৃদ্ধ এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়ক।

 

**ব্রাজিলের কফি:**

ব্রাজিলের নারীরা কফি স্ক্রাব ব্যবহার করেন, যা ত্বকের মৃত কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ায়। নিয়মিত কফি স্ক্রাব ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি করে।

 

**নাইজেরিয়ার শিয়া বাটার:**

নাইজেরিয়ার নারীরা প্রজন্ম ধরে শিয়া বাটার ব্যবহার করে আসছেন। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ ও ই ত্বককে পুষ্টি দিয়ে কোমলতা ও প্রদাহ নিয়ন্ত্রণে রাখে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট