দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৭

রাষ্ট্রপতির অপসারণ দাবির প্রসঙ্গসহ তিন বিষয়ে আলোচনা

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতারা বৈঠক করেন। গুলশান, ঢাকা, ৪ নভেম্বর

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার বিষয়ে গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রথম আলোকে বলেন, বৈঠকে তিনটি বিষয় নিয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বিএনপির যুগপৎ আন্দোলনের ৩১ দফা, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং রাষ্ট্রপতির অপসারণের বিষয়।

আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপিকে বলা হয়েছে, সামনে যে জাতীয় সরকার হবে, সেখানে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিপ্লব–পরবর্তী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিকল্প নেই। দলগুলোর মধ্যে ঐক্যের বিনষ্ট হলে পরাজিত শক্তি পুনরায় সুযোগ নিতে পারে। এ ছাড়া ফ্যাসিবাদের দোসর যারা, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

আর সম্প্রতি আলোচিত হওয়া রাষ্ট্রপতির অপসারণের যে দাবি উঠেছে, এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে আবু হানিফ বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে সাংবিধানিক সংকট তৈরি করা যাবে না। এই সাংবিধানিক সংকটকে কেন্দ্র করে তৃতীয় কোনো গোষ্ঠী নতুন কোনো অ্যাজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে, সে জন্য সাংবিধানিক সংকট হয়, এমন কোনো কাজ করা যাবে না। আর রাষ্ট্রপতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

সভায় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। আর গণ অধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট