দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪১

বিগ ব্যাশ লিগে রিকি পন্টিংয়ের দলে জায়গা পেলেন রিশাদ

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে এবার ডাক পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন। এই প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসানের পর রিশাদ বিগ ব্যাশের স্কোয়াডে জায়গা পেলেন। সিডনিতে অনুষ্ঠিত বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ডে হোবার্ট হারিকেনস তাকে দলে নিয়েছে। হোবার্টের দলের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

রিশাদ পন্টিংয়ের অধীনে খেলতে মুখিয়ে আছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচে অংশ নিতে চান। তবে, রিশাদ নিজেই জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে তাঁর বিগ ব্যাশে খেলা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।

বিগ ব্যাশ টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হবে, যা বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের সঙ্গে একই সময়ের মধ্যে পড়ছে। এর আগে, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরও রয়েছে। তাই জাতীয় দলের ও বিপিএলের ব্যস্ততার মধ্যে রিশাদের বিগ ব্যাশে খেলা আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট