দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১১:৫০

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক মারা গেছেন।

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লুক মারা গেছেন। জানা গেছে, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার সোশ্যাল মিডিয়ায় হেলেনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। তবে হেলেনার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা হেলেনার ক্যারিয়ার শুরু হয়েছিল বলিউডে, ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে হেলেনার বিবাহিত জীবন মাত্র চার মাস স্থায়ী ছিল, এর পরে তাদের ডিভোর্স হয়ে যায়। মৃত্যুর দিন রবিবার রাত ৯:২০ নাগাদ ফেসবুকে হেলেনা শেষবারের মতো লিখেছিলেন, “কীরকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে।” এর কিছুক্ষণ পরই খবর আসে, হেলেনা মৃত্যুবরণ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী