দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩০

শিল্পকলায় মাঝপথে নাটক বন্ধ, বিবৃতিতে যা বললো দেশ নাটক

গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিত্যপুরাণ’ নাটক প্রদর্শিত হচ্ছিল। কিন্তু এক পক্ষের বিক্ষোভের কারণে নাটকটি মাঝপথে বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। শনিবার রাত থেকেই এ ঘটনার ব্যাপক আলোচনা শুরু হয় নেটমাধ্যমে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, পরিস্থিতির কারণে তিনি নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন। রবিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন তিনি।

 

এদিকে, ‘নিত্যপুরাণ’ এর প্রযোজনা প্রতিষ্ঠান দেশ নাটক রবিবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। মাসুম রেজার স্বাক্ষরে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, একজন সদস্যের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে নাট্যশালার মূল গেটের সামনে ব্যানার টাঙিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এবং দর্শকদের হলে প্রবেশে বাধা দেওয়া হয়। তারা ওই সদস্যকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানায় এবং দর্শকদের টিকেট কেড়ে নেওয়া ও টিকেট কাউন্টারে হামলা চালায়। নাট্যাঙ্গনের সিনিয়র সদস্যরা কিছু বিশৃঙ্খলাকারীর সঙ্গে আলোচনা করে, এরপর শিল্পকলার মহাপরিচালকও তাদের সাথে কথা বলেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে মহাপরিচালক প্রদর্শনী চালানোর পরামর্শ দেন।

 

নাটক যখন প্রায় শেষের দিকে, তখন আবার জানা যায় যে শিল্পকলার গেটে পুনরায় বিক্ষোভ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এবং তারা গেটের তালা ভাঙার চেষ্টা করছে। পরিস্থিতি জটিল হয়ে গেলে তারা নাট্যশালায় আগুন লাগানোর হুমকি দেয়। মহাপরিচালক পুনরায় শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হলে তিনি মঞ্চে এসে প্রদর্শনী বন্ধ করার ঘোষণা দেন।

 

এ ঘটনায় দেশ নাটক অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে এবং দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছেন, মঞ্চ নাটকের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হল নাটক শেষে দর্শকদের অভিবাদন গ্রহণ করা। সেটি করতে না পারার কষ্ট তারা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে বাধ্য হবে। তারা আশা করেন, সংস্কৃতিপ্রেমী ব্যক্তি ও সংগঠনগুলো তাদের পাশে থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট