দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৫

উপদেষ্টা নাহিদের সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারদের সাক্ষাৎ

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসন এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে কূটনীতিকরা উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

আলোচনার শুরুতে উপদেষ্টা নাহিদ ইসলাম অস্ট্রেলিয়া সরকারের অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সরকার ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করে এবং তাদের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ পুনর্গঠন। এজন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন। তিনি বাংলাদেশের যুব সমাজের তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহ ও দক্ষতার কথা তুলে ধরে অস্ট্রেলিয়ার সহযোগিতা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার অনুরোধ করেন।

ডেপুটি হেড অফ মিশন ক্লিংটন প্রবক এআই বেইজড সলিউশন এবং সাবমেরিন ক্যাবল প্রকল্পের কথা উল্লেখ করে জানান, তারা বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পগুলোতে কাজ করতে আগ্রহী। এআই বেইজড সলিউশন বিশেষ করে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের মাতৃভাষা লেখায় সহায়তা করবে। উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রকল্পগুলোর সাথে কাজ করার জন্য সম্মতি দেন।

ক্লিংটন প্রবক বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়েও জানতে চান। উপদেষ্টা বলেন, দেশের পুনর্গঠনের অংশ হিসেবে সংবিধান সংশোধন আবশ্যক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং গণপরিষদ আহ্বান করে সংবিধান সংশোধন করা হবে।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইসিটি এবং সাইবার নিরাপত্তায় সহযোগিতার আশা প্রকাশ করেন। তিনি মিডিয়ার স্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও আলোচনা করেন। উভয় দেশ সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়।

উপদেষ্টা নাহিদ ইসলাম যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করে বলেন, তারা প্রযুক্তিতে অগ্রসর এবং তাদের জ্ঞান আমাদের সরকারের জন্য উপকারী হতে পারে। তিনি আইসিটি প্রকল্পগুলোর আধুনিকায়ন এবং তরুণদের প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সহযোগিতা চান।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের হাইকমিশনের প্রতিনিধিরা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট