দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৮

বিতর্কের আন্তর্জাতিক মঞ্চে জেসিআই বাংলাদেশ অর্জন করল চ্যাম্পিয়নশিপ শিরোপা।

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে জেসিআই বাংলাদেশের বিতার্কিক দল। ১ নভেম্বর তাইওয়ানের তাওয়ুয়ানে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ দল। গত জুন মাসে কম্বোডিয়ার সিয়েম রিপে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ডিবেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে তারা মূল পর্বে জায়গা করে নেয়।

 

জয়ী দলের সদস্যরা হলেন জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিহা আখতার, যাফির শাফিঈ চৌধুরী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারপারসন মুনতাসির মামুন। সামিহা আখতার বলেন, “বিতর্কের জন্য গভীর গবেষণা এবং যুক্তি উপস্থাপনার দক্ষতা প্রয়োজন। আমাদের কঠোর অনুশীলনই এই জয়ের ভিত্তি।” যাফির শাফিঈ চৌধুরী বলেন, “বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিকের জন্য এই সম্মান অর্জন করতে পেরে আমরা গর্বিত।” মুনতাসির মামুন যোগ করেন, “জেসিআই আমাকে দক্ষতা বাড়ানোর এবং নিজেকে বিকশিত করার সুযোগ দিয়েছে। এটি এই সংগঠনের পরিবর্তনশীল শক্তির প্রমাণ।”

 

জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে ১০০টি দেশের ৪ হাজারের বেশি তরুণ নেতা অংশ নেন, যেখানে দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি মঞ্চ তৈরি হয়। জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি জেসিআই বাংলাদেশের জন্য এক অনন্য মুহূর্ত। দলের এই অসাধারণ পারফরম্যান্স তরুণ নেতৃত্বের প্রতিভা ও উৎসর্গের প্রতিফলন। এই বিজয় ভবিষ্যতে আমাদের সব প্রচেষ্টায় অনুপ্রেরণা জোগাবে।”

 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হলো একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা, যা ১৮-৪০ বছর বয়সী তরুণদের ইতিবাচক পরিবর্তনে উদ্বুদ্ধ করে। ১২০টিরও বেশি দেশে বিস্তৃত এই সংগঠন নেতৃত্ব বিকাশ এবং সামাজিক প্রভাবের সুযোগ তৈরি করে, এবং বাংলাদেশে এর পাঁচ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট