দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪০

জনপ্রশাসন সংস্কারে এবি পার্টি ৯ দফা প্রস্তাব দিল

এবি পার্টি

জনপ্রশাসনে অরাজকতা নিরসন ও সংস্কারে ৯ দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। দলটি বলেছে, গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে। বর্তমান প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাপনা দিয়ে জনতান্ত্রিক রাষ্ট্র গঠন ও পরিচালনা সম্ভব নয়।

আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দাবিগুলো তুলে ধরেন দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ।

দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরিতে ক্যাডারভিত্তিক নিয়োগ বাতিল করা; পুরোনো আমলের চাকরির নিয়োগপ্রক্রিয়া, পরীক্ষাপদ্ধতি ও সাক্ষাৎকার গ্রহণের বদলে শারীরিক, মানসিক, মানবিক ও মেধার সৃষ্টিশীলতা যাচাই করার আধুনিক পদ্ধতি চালু করা; আমলাদের প্রশিক্ষণে দুই বছর মেয়াদি কোর্স চালু করা; স্থানীয় ও কেন্দ্রীয় সরকারে নিয়োগের ক্ষেত্রে চাকরির যোগ্যতা ও শর্ত আলাদা করে উল্লেখ করে তা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া; পিএসসি ও জনপ্রশাসনকেন্দ্রিক নিয়োগের বদলে প্রতিটি মন্ত্রণালয়ের আলাদা বিশেষায়িত নিয়োগের ব্যবস্থা করা, ক্যাডার/নন-ক্যাডার ও আন্তক্যাডার বৈষম্য দূরীকরণে মেধা, যোগ্যতা, নিষ্ঠা, বেতন–ভাতাসহ সুবিধাদির বিষয়ে ন্যায়ভিত্তিক সমাধান করা; পিএসসির বাইরেও ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে আমলাতন্ত্রে যোগ দেওয়ার সুযোগ রাখা; পুরো প্রশাসনযন্ত্রকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা এবং জনপ্রশাসন সংস্কার কমিটিকে ঢেলে সাজাতে হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার ও যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট