দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২১

গাজায় শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

ছবি: বোস্টন গ্লোব

গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এবং জাতিসংঘ গাজায় চলমান সংঘাতে ‘মানবিক বিরতির’ ঘোষণা দিয়েছে যাতে বড় আকারে এই কর্মসূচি পরিচালনা করা যায়।

রোববার থেকে গাজার মধ্যাঞ্চলের তিনটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে।

গত মাসে প্রায় ২৫ বছর পর গাজায় পোলিও রোগী শনাক্ত হওয়ার পর জাতিসংঘ এই কর্মসূচির ঘোষণা দেয়।

জাতিসংঘের সংস্থাগুলো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় উচ্চাভিলাষী এই উদ্যোগের আওতায় গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সুফল পেতে হলে অল্প সময়ের মধ্যে গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০ শতাংশকে টিকার আওতায় আনতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট